ডিম দিয়ে ভাজা মুচমুচে পরোটার ভিতরে কাঁচা শশা, পেঁয়াজের পুর — কলকাতার অন্যতম প্রিয় রাস্তার খাবার।
এগ রোলকে ঠিক কাঠি রোল বলা চলে না। তবে জনপ্রিয়তার দিক দিয়ে এগ রোল অবশ্যই কাঠি রোলের সমকক্ষ। কলকাতার বহু মানুষের কখনও দুপুরে, কখনও রাতে কখনও বা বিকেলের খাবার হল এগ রোল।
এই রান্নায় আমরা কাঠি রোলের পরোটা বানানোর কায়দাটা রপ্ত করার চেষ্টা করেছি। মচমচে কিন্তু নরম পরোটা বানানোর জন্য ময়দা কিভাবে মাখতে হবে সেটাও এখানে বলা আছে। রোলের ভিতরের পুরেরও বিভিন্ন রকমফের হয় — আলুর তরকারি ভিতরে দিয়েও রোল বানানো যায়।
এখন সব রকমের রোলকেই কাঠি রোল বলা হয় যদিও সেটা ভুল। মুচমুচে পরোটার ভিতর কাঠিতে ঝলসানো মাংসের টুকরো — কাঠি রোলের অন্যতম বৈশিষ্ট্য। এগ রোল দারুন সুস্বাদু হলেও তাতে কাঠিতে বানানো মাংসের টুকরো থাকে না, তাই এগ রোল কখনই কাঠি রোল নয়।