টক, ঝাল, নোনতা স্বাদের অপূর্ব মিশেল — আলুর পুর এবং তেঁতুল জল দিয়ে তৈরী সবার প্রিয় কুড়মুড়ে ফুচকা
কলকাতার জীবনযাত্রার এক অবিচ্ছ্যেদ্য অংশ হল ফুচকা। কলকাতায় বসবাসকারী প্রত্যেক মানুষেরই নিজের প্রিয় ফুচকাওয়ালা থাকে। আর প্রত্যেক পাড়ারও থাকে অন্তত পক্ষে এক বা দুজন রোজকার ফুচকাওয়ালা যারা বিকেল চারটে বাজতে না বাজতেই হাজির হয়ে যান নিজেদের ফুচকার বিশাল সম্ভার নিয়ে। তাদের সাথে থাকে এক মস্ত ঝুড়ি বোঝাই করা ফুচকা। কেঊ কেঊ আবার ঠেলাগাড়িতে কাঁচের বাক্স ভরতি করে ফুচকা নিয়ে আসেন। সাথে থাকে সিদ্ধ করা আলু। ঠেলা লাগিয়ে দিয়েই ওনারা ফুচকা বানানোর সব রকমের প্রস্তুতি শুরু করে দেন আর তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় ফুচকাপ্রেমী খদ্দেরদের আনাগোনা।